ভাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু, মা আহত

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১৪:৩৪

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্র লাবিব (১৩) মৃত্যু হয়েছে।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাবিব (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (১২ জুলাই) সকালে উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের পল্লীবেড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লাবিব সৌদি প্রবাসী সাজ্জাদ মল্লিকের ছেলে। তিনি স্থানীয় কাজী ওয়ালীউল্লাহ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির মেধাবী শিক্ষার্থী ছিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে করতে বাড়ির পাশের বাগানে যায় লাবিব। সেখানে ছিঁড়ে পড়ে থাকা বৈদ্যুতিক মিটারের একটি তারের সংস্পর্শে এলে সে বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে মা লাবনী আখতারও বিদ্যুৎস্পৃষ্ট হন এবং তার এক হাত মারাত্মকভাবে পুড়ে যায়।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে মা ও ছেলেকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লাবিবকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের বলেন, রোগীর স্বজনরা জানিয়েছেন, সে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
এমবি