
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাতিজার ছুরিকাঘাতে জিয়ারুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আরও অন্তত দুইজন আহত হয়েছেন।
শুক্রবার (১১ জুলাই) রাতে উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
নিহত জিয়ারুল উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা গ্রামের মৃত জাফর আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আম খাওয়া নিয়ে জিয়ারুল ইসলাম ও তার ভাতিজা সাইফুল ইসলামের (৩০) মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। পরে তা রূপ নেয় সংঘর্ষে। একপর্যায়ে সাইফুল ধারালো ছুরি দিয়ে চাচা জিয়ারুলকে একাধিকবার আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এতে আহত হন আরও দুজন।
স্থানীয়রা জানান, আহতদের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ওসি (তদন্ত) সেলিম রেজা বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। অভিযুক্ত ভাতিজা পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
আতিকুর রহমান/এমবি