Logo

সারাদেশ

নরসিংদীতে চাঁদাবাজির প্রতিবাদে দোকান বন্ধ, ব্যবসায়ীদের বিক্ষোভ

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১৬:৫২

নরসিংদীতে চাঁদাবাজির প্রতিবাদে দোকান বন্ধ, ব্যবসায়ীদের বিক্ষোভ

ছবি : বাংলাদেশের খবর

নরসিংদী বড় বাজারে চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাজারের ব্যবসায়ীরা। শনিবার (১২ জুলাই) সকাল সাড়ে ১০টায় বাজার চত্বরে এই কর্মসূচি পালন করা হয়।

বক্তারা জানান, দীর্ঘদিন ধরে কিছু সন্ত্রাসী বাজারের দোকানদারদের কাছ থেকে চাঁদা দাবি করছে। চাঁদা না দিলে হামলা ও মারধরের শিকার হচ্ছেন ব্যবসায়ীরা। প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার। বক্তব্য দেন জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শাহেনশাহ্ শানু, বণিক সমিতির সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক খন্দকার, সাধারণ সম্পাদক মোতালিব ভূঁইয়া, পরিচালক আসলাম ভূঁইয়া, নওশের মিয়া, মুরাদ হোসেন, মো. শহীদ মিয়া, শফিক মিয়া ও ফারুক আহমেদ।

এছাড়া বক্তব্য দেন বাজার প্রতিরক্ষা কমিটির সাধারণ সম্পাদক জীবন সাহা, শহর ফল ব্যবসায়ী সমিতির সভাপতি মাতবর মিয়া ও সাধারণ সম্পাদক সুজন সাহা।

ব্যবসায়ীরা বলেন, দুই দিনের মধ্যে প্রশাসন ব্যবস্থা না নিলে বড় আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। পাশাপাশি প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে একটি বাঁশি ও একটি লাঠি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সুমন রায়/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মানববন্ধন হত্যা / খুন বিক্ষোভ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর