গাজীপুরে আন্তজেলা মাদক চক্রের দুই সদস্য আটক

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১৬:৫৬
-68723f738450b.jpg)
ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ৩০২ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আন্তজেলা মাদক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ জুলাই) ভোররাতে উপজেলার বক্তারপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—কিশোরগঞ্জের নিকলী উপজেলার জীবন মিয়া (৩৫) ও লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার জামরুল ইসলাম (২৭)।
পুলিশ জানায়, নিয়মিত টহলের অংশ হিসেবে কালিয়াকৈর থানার একটি টহল দল বক্তারপুর এলাকায় অভিযান চালায়। একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। জব্দ করা হয়েছে কাভার্ডভ্যানটিও।
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালিয়াকৈর থানায় মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।
কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. দেলোয়ার হোসেন/এআরএস