Logo

সারাদেশ

যাত্রাপুর নৌকা ঘাটে অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে মানববন্ধন

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১৭:০৩

যাত্রাপুর নৌকা ঘাটে অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

কুড়িগ্রামের যাত্রাপুর নৌকা ঘাটে অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে মানববন্ধন করেছে চরাঞ্চলের মানুষ। শনিবার (১২ জুলাই) বিকেলে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ওই ঘাটে এ কর্মসূচি পালিত হয়। এতে শত শত চরবাসী অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, যাত্রাপুর হাটে শনিবার ও মঙ্গলবার বিপুলসংখ্যক মানুষ কৃষিপণ্য বিক্রি করতে আসেন। কিন্তু ঘাটের নির্ধারিত খাজনার বাইরে অতিরিক্ত টাকা আদায় করছে ইজারাদার। এতে কৃষিপণ্যের ন্যায্য মূল্য পাচ্ছেন না চরাঞ্চলের মানুষ; ক্ষতিগ্রস্ত হচ্ছেন অর্থনৈতিকভাবে।

চরবাসীর পক্ষে বক্তব্য দেন যাত্রাপুর হাটের ব্যবসায়ী নজরুল আর্মি, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রহিম উদ্দিন হায়দার রিপন, ইউপি সদস্য আবু রায়হান, মাসুদ রানা ও আব্দুস সালাম।

চরের বাসিন্দা মাসুদ রানা বলেন, ‘আমরা লাখো মানুষ এই হাটে আসি। কিছু বিক্রি করলেও টাকা লাগে, আবার কিছু কিনলেও দিতে হয়। অতিরিক্ত এই আদায়ে আমরা অতিষ্ঠ।’

ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রহিম উদ্দিন বলেন, ‘চরের মানুষকে জিম্মি করে টাকা আদায় করছে ইজারাদার। প্রশাসনের উচিত তদন্ত করে ব্যবস্থা নেওয়া।’

এ বিষয়ে কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীন বলেন, ‘ঘাটটি জেলা পরিষদের আওতাধীন। তাদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।’

ফজলুল করিম ফারাজী/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মানববন্ধন জনদুর্ভোগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর