-687242752110f.jpg)
ছবি : সংগৃহীত
ফেনীর পরশুরামে বিষধর সাপের দংশনে রোকেয়া আক্তার রিনা (৪৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে পরশুরাম পৌরসভার সলিয়া গ্রামে নিজ রান্নাঘরে এ ঘটনা ঘটে।
রিনা সলিয়া গ্রামের শফিকুল ইসলাম শহীদের স্ত্রী। তিনি এক ছেলে ও দুই কন্যা সন্তানের জননী।
পরিবার সূত্রে জানা যায়, সাম্প্রতিক বন্যার পানি নামার পর রান্না করতে গিয়ে তিনি সাপের কামড়ের শিকার হন। বিকেল পাঁচটার দিকে রান্নাঘরের একটি গর্ত থেকে সাপ বের হয়ে তাকে পায়ে দংশন করে। স্বজনরা প্রথমে তাকে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, পরে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ফেনী জেনারেল হাসপাতালের আরএমও ডা. মো. রেদোয়ান বলেন, হাসপাতালে আনার আগেই রোগীর মৃত্যু হয়েছে।
এ বিষয়ে ফেনীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাহয়াত বিন করিম বলেন, রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর চিকিৎসা শুরু করা হয়। তবে স্বজনরা নিজেরাই ফেনী হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেন এবং লিখিতভাবে ছাড়পত্র নেন। এরপরই রোগীর অবস্থার অবনতি ঘটে এবং পথে তার মৃত্যু হয়।
তিনি বলেন, ‘সাপে কাটা রোগীদের জন্য সব স্বাস্থ্য কমপ্লেক্সেই পর্যাপ্ত এন্টিভেনম মজুত আছে। তাই দেরি না করে নিকটস্থ হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানাই।’
এম. এমরান পাটোয়ারী/এআরএস