
ছবি : বাংলাদেশের খবর
ঢাকায় ব্যবসায়ী মোহাম্মদ সোহাগ হত্যার প্রতিবাদে জয়পুরহাটে মশাল মিছিল করেছে ছাত্র ও নাগরিক সংগঠনগুলোর নেতাকর্মীরা।
শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টায় শহরের ডা. আবুল কাশেম ময়দান থেকে শুরু হয়ে বাটারমোড় ঘুরে শহীদ বিশাল চত্বরে গিয়ে মিছিলটি শেষ হয়।
‘চাঁদাবাজদের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘একশন টু একশন, ডাইরেক্ট একশন’—এমন স্লোগানে মুখর ছিল কর্মসূচি।
মিছিলে অংশ নেন জেলা নাগরিক পার্টির সমন্বয়ক কমিটির সদস্য বোরহান উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এ এইচ হাসিবুল হক সানজিদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নিয়ামুর রহমান নিবির, সদস্য সজিব ও রাশিদুল, গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রতিনিধি শাহরিয়ার, ইমাদ ও আসাদুজ্জামান।
বক্তারা বলেন, ‘চাঁদা না দেওয়ায় রাজধানীতে প্রকাশ্যে একজন ব্যবসায়ীকে পাথর ও ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে—এটি নিছক হত্যাকাণ্ড নয়, বর্বরতা। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এমন নৃশংসতা চলতেই থাকবে।’
তারা সরকারের প্রতি নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
প্রসঙ্গত, ৯ জুলাই সন্ধ্যায় ঢাকার মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী মোহাম্মদ সোহাগকে প্রকাশ্যে হত্যা করা হয়। এই ঘটনায় যুবদল নেতা মঈনসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর যুবদল নেতা রজ্জব আলী পিন্টু ও সাবাহ করিম লাকিকে আজীবনের জন্য বহিষ্কার এবং তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের আহ্বান জানিয়েছে দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
মাহফুজ রহমান/এআরএস