বাউফলে পারিবারিক কলহে বাবাকে পিটিয়ে আহত করার অভিযোগ

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১৭:১৮
-68724499e46f4.jpg)
ছবি : বাংলাদেশের খবর
পটুয়াখালীর বাউফল পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডে পারিবারিক কলহের জেরে বাবাকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। শুক্রবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
আহত মিন্টু হোসেন ওরফে মিতুল (৪৫) স্থানীয় একজন অ্যাম্বুলেন্স চালক। তার মাথা ও চোখে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে ছেলে আব্দুল্লাহ (১৯)কে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল মিতুল ও তার স্ত্রী শিরিন বেগমের মধ্যে। ঘটনার রাতে পারিবারিক কলহের এক পর্যায়ে ছেলে আব্দুল্লাহ ও স্ত্রী শিরিন মিলে রড দিয়ে মিতুলকে আঘাত করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আহত মিতুল জানান, ‘স্ত্রী দীর্ঘদিন ধরে মানসিক চাপ দিচ্ছিল। তালাকের কথা বলার সময় স্ত্রী ও ছেলে একসঙ্গে আমাকে রড দিয়ে পেটায়। আমার ভাই জাকির এগিয়ে এলে তাকে মারধর করা হয়।’
অন্যদিকে, স্ত্রী শিরিন ও ছেলে আব্দুল্লাহ দাবি করেন, ‘মিতুল দীর্ঘদিন ধরে মাকে নির্যাতন করতেন। ঝগড়ার সময় চাচা জাকির হোসেন আমাদের ওপর রড দিয়ে হামলা চালান। মিতুল নিজেই ভুলবশত আহত হয়েছেন।’
বাউফল থানার ওসি আকতারুজ্জামান সরকার বলেন, ‘পারিবারিক কলহ থেকে সংঘর্ষ হয়েছে। উভয় পক্ষের একাধিকজন আহত হয়েছেন। ছেলে আব্দুল্লাহকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
আরিফুল ইসলাম সাগর/এআরএস