Logo

সারাদেশ

চাঁদপুরে ৬০ সাংবাদিকের হাতে কলমে প্রশিক্ষণ সম্পন্ন

Icon

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১৭:২৬

চাঁদপুরে ৬০ সাংবাদিকের হাতে কলমে প্রশিক্ষণ সম্পন্ন

ছবি : বাংলাদেশের খবর

চাঁদপুরে প্রথমবারের মতো প্রত্যন্ত অঞ্চলের সাংবাদিকতায় আগ্রহী এবং পেশায় যুক্ত ৬০ জনকে নিয়ে ১৬ ক্লাসের মফস্বল সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে।

শনিবার (১২ জুলাই) চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে সমাপনী ক্লাস অনুষ্ঠিত হয়। এতে যমুনা টেলিভিশনের সাবেক সিনিয়র রিপোর্টার শাহাদাত হোসেন এবং চ্যানেল ২৪-এর সিনিয়র সংবাদ উপস্থাপক মুহাম্মদ ইমতিয়াজ প্রশিক্ষণ দেন।

এই প্রশিক্ষণ কর্মশালা গত ২৫ এপ্রিল চাঁদপুর সাংবাদিক সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে শুরু হয়। প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত জাতীয় গণমাধ্যমের অভিজ্ঞ প্রশিক্ষকরা অংশগ্রহণকারীদের হাতে কলমে প্রশিক্ষণ দেন।

সমিতির সাধারণ সম্পাদক মো. মাসুদ আলম জানান, প্রত্যন্ত অঞ্চলের সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে, কারণ তাদের প্রশিক্ষণের সুযোগ কম পাওয়া যায়।

সমিতির সভাপতি মুসাদ্দেক আল-আকিব বলেন, আমাদের উদ্দেশ্য সাংবাদিকদের আর্থিক ও পেশাগত উন্নয়ন। এই প্রশিক্ষণ চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।’

আলআমিন ভূঁইয়া/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গণমাধ্যম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর