-6872472854c8a.jpg)
ছবি : বাংলাদেশের খবর
গোপালগঞ্জে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে শনিবার (১২ জুলাই) সকালে শুরু হয় গ্রাম পুলিশ সম্মেলন। সম্মেলনের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকারের উপপরিচালক মো. গোলাম কবির।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মুহাম্মদ কামরুজ্জামান (যুগ্ম সচিব)। বিশেষ অতিথি ছিলেন অতিথি পুলিশ সুপার ড. রুহল আমীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রকিবুল হাসান ও আনসার জেলা কমান্ডার মো. মজিবুল হক।
সভায় অতিথিরা দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান গ্রাম পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘সরকার সবসময় গ্রাম পুলিশের সহযোগিতা পেয়েছে এবং ভবিষ্যতেও পাব। তারা দেশের ক্রান্তিকালে নিরপেক্ষ থেকে জনগণের পাশে রয়েছেন। ইউনিয়ন পরিষদের পাহারা দিয়ে সরকারি সম্পদ রক্ষা করেছেন। আগামিতেও জনগণের পাশে থেকে দায়িত্ব পালন করবেন।’
সম্মেলনে জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও জেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পলাশ সিকদার/এআরএস