Logo

সারাদেশ

ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১৭:৩৪

ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ

ছবি : বাংলাদেশের খবর

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে চাঁদাবাজির জন্য ব্যবসায়ী সোহাগকে পাথর ও ধারালো অস্ত্র দিয়ে হত্যা করার ঘটনায় কিশোরগঞ্জে ইসলামী যুব আন্দোলন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

শুক্রবার (১১ জুলাই) রাতে জেলা শহরের শহীদ মসজিদের সামনে থেকে শুরু হওয়া মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সমাপ্ত হয়।

সমাবেশে বক্তারা এ হত্যাকাণ্ডকে ‘রাষ্ট্রীয় ব্যর্থতার চূড়ান্ত উদাহরণ’ হিসেবে অভিহিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ইসলামী যুব আন্দোলন কিশোরগঞ্জ জেলা সভাপতি মুহাম্মাদ রবিউল ইসলাম শাহীন বলেন, ‘রাজধানীর প্রাণকেন্দ্রে একজন নিরীহ ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ার কারণে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যা আইন-শৃঙ্খলার ভয়াবহ অবনতির পরিচায়ক।’

তিনি আরও বলেন, ‘দেশে এখন কেউ নিরাপদ নয়। চাঁদাবাজদের না বললে মৃত্যুই পুরস্কার।’

সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ সদর শাখার সেক্রেটারি মুহাম্মাদ সাদিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা দেলওয়ার হোসাইন, দাওয়াহ সম্পাদক এইচ এম সাইফুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ আব্দুল্লাহ, অর্থ সম্পাদক ইসমাইল হোসেন, সদর সভাপতি তাকরীম আহমাদ শাদাব, পৌর সভাপতি খাইরুল ইসলাম ও ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি জোবায়ের আহমাদ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ‘এই হত্যাকাণ্ড শুধু সোহাগের নয়, পুরো ব্যবসায়ী সমাজের ওপর হামলা। দ্রুত ও কঠোর বিচার প্রয়োজন।’ তারা বিচারহীনতার সংস্কৃতি অপরাধীদের বেপরোয়া করে তুলেছে বলেও মন্তব্য করেন।

সমাবেশের শেষে মাওলানা খাইরুল্লাহ হুসাইনী নিহত সোহাগের রূহের মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান।

বিক্ষোভে কিশোরগঞ্জ শহরের বিভিন্ন এলাকা থেকে শতাধিক মানুষ ও স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। তাদের স্লোগান ছিল, ‘সোহাগ হত্যার বিচার চাই, চাঁদাবাজদের রক্ষা নয়।’

আব্দুর রউফ ভুঁইয়া/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন বিক্ষোভ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর