Logo

সারাদেশ

ব্যবসায়ী হত্যার প্রতিবাদে জামালপুরে কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, জামালপুর

প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১৭:৩৯

ব্যবসায়ী হত্যার প্রতিবাদে জামালপুরে কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

ছবি : বাংলাদেশের খবর

ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং দেশে চলমান চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।

শনিবার (১২ জুলাই) দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে শুরু হওয়া মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাঁচরাস্তা মোড়ে শেষ হয়।

সমাবেশে আফরিন জান্নাত আখি, মিজানুর রহমান ও মাহমুদুল হাসান বিবেক বক্তব্য দেন। শিক্ষার্থীরা নৃশংস ও বর্বর হত্যাকাণ্ডে জড়িত ও সহায়তাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

মেহেদী হাসান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মানববন্ধন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর