Logo

সারাদেশ

মানিকগঞ্জে চাঁদাবাজি ও সন্ত্রাসের প্রতিবাদে মানববন্ধন

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১৭:৪৮

মানিকগঞ্জে চাঁদাবাজি ও সন্ত্রাসের প্রতিবাদে মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

সারাদেশে বেড়ে চলা চাঁদাবাজি, সন্ত্রাসী হামলা এবং গত বছরের কোটা সংস্কার আন্দোলনে হামলার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ জুলাই ২০২৫) সকাল ১০টায় মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ প্রাঙ্গণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, মানিকগঞ্জ জেলা শাখার আয়োজনে কর্মসূচি শুরু হয়।

কর্মসূচিতে অংশ নিয়ে রমজান মাহমুদ, আশিকুর রহমান, আশরাফুল ইসলাম রাজু, আসাদুল্লাহ, মাহবুবুর রহমান ও এনামুল হাসান আব্দুল্লাহসহ সংগঠনের নেতারা বক্তব্য দেন।

বক্তারা বলেন, ‘কোটা সংস্কার ছিল ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন। তাতে বর্বরোচিত হামলা চালিয়ে মতপ্রকাশের অধিকার রুদ্ধ করা হয়, যা গণতন্ত্রবিরোধী। এখনো বিচার হয়নি।’

তারা আরও বলেন, ‘সারাদেশে হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাস বেড়েছে। বিচারহীনতা সমাজে সংকট সৃষ্টি করছে।’

মানববন্ধনে দ্রুত নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

কর্মসূচিতে মানিকগঞ্জের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। মানববন্ধনের পর কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে একটি প্রতীকী বিক্ষোভ মিছিল হয়। আয়োজকরা বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

আফ্রিদি আহাম্মেদ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মানববন্ধন হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর