সাটুরিয়ায় কৈজুরী-মালশি সড়কে জনদুর্ভোগ

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১৭:৫৬
-68724d765d951.jpg)
ছবি : বাংলাদেশের খবর
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কৈজুরী থেকে মালশি গ্রামের সংযোগকারী একমাত্র সড়কের বেহাল অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। প্রায় ১.২৫ কিলোমিটার দীর্ঘ কাঁচা সড়কটিতে বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে।
বর্ষাকালে এই সড়ক কাদায় পরিণত হয়। ফলে চলাচল করতে গিয়ে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী, রোগী ও বৃদ্ধরা।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই সড়কটি সংস্কারের দাবি জানিয়ে এলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বিশেষ করে সড়কে থাকা একটি গুরুত্বপূর্ণ সেতুর রেলিং ভেঙে যাওয়ার এক দশক পেরিয়ে গেলেও তা সংস্কার করা হয়নি। এতে প্রতিদিন পথচারীরা চরম ঝুঁকি নিয়ে চলাচল করছেন।
কৈজুরী গ্রামের বাসিন্দা আব্দুল মজিদ বলেন, ‘গত ২০ বছরে রাস্তাটি কোনোবারই মেরামত হয়নি।’
স্থানীয় ইঞ্জিনিয়ার মো. মাসুদ রানা জানান, “সড়কের বিষয়ে আমরা একাধিকবার উপজেলা প্রকৌশলী অফিসে যোগাযোগ করেছি।’
এ বিষয়ে সাটুরিয়া উপজেলা প্রকৌশলী ইমরুল হাসান বলেন, ‘বরাদ্দ পেলে দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।’
ই এম রানা/এআরএস