Logo

সারাদেশ

ঝিনাইদহে বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি শুরু

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১৯:২২

ঝিনাইদহে বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি শুরু

ছবি : বাংলাদেশের খবর

ঝিনাইদহে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু করেছে। এক মাসব্যাপী এই কর্মসূচি জেলার সকল উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে চলবে।

শনিবার (১২ জুলাই) বেলা ১১টায় শহরের একটি কমিউনিটি সেন্টারে এ কর্মসূচির উদ্বোধন করেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি শেখ আব্দুল হালিম খোকন।

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ এতে সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জয়ন্ত কুমার কুন্ডু।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, নির্বাহী কমিটির সদস্য মীর রবিউল ইসলাম লাবলু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, বিএনপি নেতা আবু সাঈদ এবং ছাত্রদল নেতা তারেকুজ্জামান তারেক।

জেলা, উপজেলা ও থানা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন। তারা সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম সংগ্রহ ও বিতরণ করেন।

বক্তব্যে কেন্দ্রীয় নেতারা বলেন, তারেক রহমানের নির্দেশে এই কর্মসূচির মাধ্যমে তৃণমূলে দল আরও সংগঠিত ও শক্তিশালী হবে। তারা কর্মসূচিতে 'ফ্যাসিস্ট আওয়ামী লীগের' কোনো প্রভাব যাতে না পড়ে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

তৃণমূল নেতারা অভিযোগ করেন, পরীক্ষিত নেতাদের মূল্যায়ন না করে ৫ আগস্টের পর সক্রিয় হওয়া ব্যক্তিদের গুরুত্ব দেওয়া হচ্ছে—যা দলীয় ঐক্যে প্রভাব ফেলতে পারে।

জেলা সভাপতি এম এ মজিদ বলেন, ‘জেলার ৬৭টি ইউনিয়নে প্রতিটিতে ১ হাজার ৮০০ জন করে এবং ৬টি পৌরসভার ৫৪টি ওয়ার্ডে মোট ২ লাখ ১৭ হাজার ৮০০ নতুন সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।’

এম বুরহান উদ্দীন/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর