মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১৯:২৬
-6872626f13495.jpg)
ছবি : বাংলাদেশের খবর
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থী ও বিএনপিপন্থী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার দুপুর ১২টায় জেলাস্কুল বড় মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করেন সাধারণ শিক্ষার্থীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।
এ সময় শিক্ষার্থীরা ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘সোহাগ খুন, জবাব দে’, ‘সন্ত্রাস রুখে দেবে ছাত্রসমাজ’সহ নানা স্লোগান দেন।
জেলা স্কুলের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, প্রকাশ্যে একজন ব্যবসায়ীকে এভাবে হত্যা সভ্য সমাজে কল্পনাতীত। শুধু দল থেকে বহিষ্কার যথেষ্ট নয়, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
পরে দুপুর ১টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা আরেকটি মিছিল বের করেন। মিছিলটি শহরের চৌরাস্তায় গিয়ে শেষ হয়।
সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। খুনিদের বিচার না হলে এ ধরনের বর্বরতা থামবে না।
এআরএস