উত্তর ফেনীর বাঁধ দিয়ে বন্যা ঠেকানো সম্ভব নয় : ফারুক ই আজম

ফেনী প্রতিনিধি
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১৯:৩১
-68726397d06a9.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক বলেছেন, ফেনীর উত্তরাঞ্চলের মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর বর্তমান বাঁধগুলো দিয়ে এই ধরনের বন্যা মোকাবিলা সম্ভব নয়। এজন্য আরও শক্তিশালী উদ্যোগ ও টেকসই বাঁধ নির্মাণ প্রয়োজন।
শনিবার (১২ জুলাই) বন্যাকবলিত এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বেড়িবাঁধ নির্মাণ কোনো ছোট প্রকল্প নয়, এটি বড় আকারের একটি কারিগরি উদ্যোগ। সেজন্য সবদিক থেকেই এটি ‘এক নম্বর’ হতে হবে, যাতে একবার নির্মাণেই দীর্ঘস্থায়ী সুফল পাওয়া যায়।’
পানি সম্পদ মন্ত্রণালয় থেকে এজন্য ৭ হাজার ৩৪০ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব করা হয়েছে বলেও জানান উপদেষ্টা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই বড় প্রকল্পটি যেন যথাযথ প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে বাস্তবায়ন করা হয়, তা নিশ্চিত করা হবে। প্রয়োজনে সেনাবাহিনীকে সম্পৃক্ত করার বিষয়টি সরকার বিবেচনায় নিচ্ছে। তবে তা ভুক্তভোগীদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে, ওপর থেকে চাপিয়ে দেওয়া হবে না।’
পরিদর্শনকালে আশ্রয়কেন্দ্রে থাকা অনেক বানভাসি পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার অভিযোগ করেন। তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন উপদেষ্টা ফারুক ই আজম। তিনি বলেন, ‘ত্রাণ বণ্টনে কোনো অসঙ্গতি আছে কি না, তা খতিয়ে দেখতে এসেছি।’
এ সময় তার সঙ্গে ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান, ফেনীর জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, ৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ হোসেন এবং পুলিশ সুপার হাবিবুর রহমান।
ফারুক ই আজম ফুলগাজীর মুন্সিরহাট আলী আজ্জম স্কুল অ্যান্ড কলেজ আশ্রয়কেন্দ্র, দক্ষিণ শ্রীপুর পূর্বপাড়া এলাকার মুহুরী নদীর ভাঙন এলাকা, ছাগলনাইয়ার বিদ্যাকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হরিপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন।
এআরএস