-687264335a2f1.jpg)
ছবি : বাংলাদেশের খবর
জয়পুরহাট সদর উপজেলা ও পৌর এলাকার ইমামদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) দুপুরে পৌর কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম।
সভায় জাতীয়তাবাদী ওলামা দলের জেলা আহ্বায়ক লোকমান হোসেন, সদস্য সচিব কাজী শহিদুল ইসলাম, ইমাম কল্যাণ সমিতির সভাপতি মাওলানা জয়নাল আবেদীন এবং ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার আবু ফাতাহসহ অনেকে উপস্থিত ছিলেন।
ইমামগণ সভায় ধর্মীয়, সামাজিক সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এসব বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন আয়োজক ফয়সল আলিম। তিনি বলেন, ইমাম সমাজ সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের দাবিদাওয়া ও উন্নয়নে তিনি কাজ করবেন।
এআরএস