সরকার মব জাস্টিস বরদাশত করে না : রিজওয়ানা হাসান

আরিফুল ইসলাম সাব্বির, সাভার
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১৯:৩৮
-68726558adf72.jpg)
ছবি : বাংলাদেশের খবর
সরকার কোনোভাবেই মব জাস্টিস বরদাশত করে না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
শনিবার (১২ জুলাই) দুপুরে সাভার উপজেলা পরিষদ মাঠে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকার বারবারই বলেছে—মব জাস্টিস বরদাশত করা হবে না। গত কয়েক মাসে যেসব ঘটনা ঘটেছে, সেগুলোর প্রতিটিতে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।’
সাভারের জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, ‘১৪টি খাল ও একটি বিল সংস্কার করা গেলে সমস্যা অনেকটা কমবে। ইতোমধ্যে কর্ণপাড়া খালকে প্রাধিকার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।’
অবৈধ ইটভাটার বিষয়ে রিজওয়ানা হাসান বলেন, ‘সাভারে গত এক বছরে উল্লেখযোগ্য সংখ্যক অবৈধ ইটভাটা উচ্ছেদ করা হয়েছে। বেশিরভাগ ভাটার লাইসেন্স জুলাই-আগস্টেই শেষ হবে। পুনঃনবায়নের কোনো সুযোগ নেই বলেই আমি দেখি।’
সাভার ট্যানারির বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে প্রশ্নে তিনি বলেন, ‘এই ইস্যুতে নেতৃত্ব দিচ্ছে শিল্প মন্ত্রণালয়। আমরা কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য পরামর্শ ও পরিকাঠামোগত সহযোগিতা দিয়েছি।’
পরিবেশ অধিদপ্তরের কার্যক্রম নিয়ে উপদেষ্টা বলেন, ‘লোকবলের সংকট থাকলেও আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। জুলাই থেকে শিল্প কারখানা, ডিসেম্বরে ইটভাটাবিরোধী অভিযান পরিচালনা করা হয়।’
এর আগে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার সরফ উদ্দিন আহমদ চৌধুরী। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তানভীর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবকর সরকার।
অনুষ্ঠানে রিজওয়ানা হাসান বলেন, ‘আমিনবাজার ও মাতুয়াইলে সিটি করপোরেশনের ল্যান্ডফিল বন্ধ না হলে ঢাকার বায়ুদূষণ কমবে না।’
পরবর্তীতে তিনি শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করেন এবং উপজেলা চত্বরে একটি বৃক্ষ রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।
উল্লেখ্য, সাংবাদিকদের এক প্রশ্নে যুবদল নেতাকে মব জাস্টিসে হত্যার বিষয়ে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন রিজওয়ানা হাসান। তিনি শুধু পরিবেশ বিষয়ক প্রশ্ন করতে অনুরোধ জানান।
এআরএস