Logo

সারাদেশ

পাকুন্দিয়ায় নৌকাডুবিতে দুই বোনের মৃত্যু, ১৯ ঘণ্টা পর উদ্ধার ছোট বোনের মরদেহ

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১৯:৪২

পাকুন্দিয়ায় নৌকাডুবিতে দুই বোনের মৃত্যু, ১৯ ঘণ্টা পর উদ্ধার ছোট বোনের মরদেহ

ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৯ বছর বয়সী শিশু ফারিয়া রহমান নীহার মরদেহ ১৯ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শনিবার (১২ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ গজ দূরে নদে ভেসে ওঠা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার বিকেলে উপজেলার চারফরাদী ইউনিয়নের দক্ষিণ চারটেকি বেড়িবাঁধ এলাকায় নৌকাডুবির এই ঘটনা ঘটে।

ডুবে যাওয়া নৌকায় থাকা দুই বোনের মধ্যে বড় বোন কাশ্মীরা রহমান নীলা (১৭) ঘটনাস্থলেই মারা যান। তিনি গুরুদয়াল সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। ছোট বোন ফারিয়া রহমান নীহা (৯) কটিয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। তারা কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া গ্রামের আবদুর রহমান ও নীপা আক্তারের মেয়ে।

জানা গেছে, ব্রহ্মপুত্র নদে ভাঙন রোধে নির্মিত দক্ষিণ চরটেকি বেড়িবাঁধ বর্তমানে একটি পর্যটন এলাকা হিসেবে পরিচিত। পরিবারসহ ওই স্থানে ঘুরতে গিয়েছিলেন আবদুর রহমান। নৌকায় ভ্রমণের সময় আকস্মিকভাবে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আবদুর রহমান ও তার স্ত্রীকে উদ্ধার করলেও বড় মেয়ে নীলার মরদেহ ঘটনাস্থলেই পাওয়া যায়। ফারিয়া নিখোঁজ থাকায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। শনিবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার আব্দুল্লাহ খালিদ বলেন, ‘নৌকাডুবির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা উদ্ধার অভিযানে নামি। পরদিন দুপুরে নিখোঁজ শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।’

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন দুই বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুর রউফ ভূঁইয়া/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পানিতে মৃত্যু শিশু মৃত্যু

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর