Logo

সারাদেশ

লালমোহনে এসএসসিতে শীর্ষে হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ

Icon

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১৯:৪৬

লালমোহনে এসএসসিতে শীর্ষে হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ

ছবি : বাংলাদেশের খবর

ভোলার লালমোহন উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে এ বছরও শীর্ষস্থান ধরে রেখেছে ‘লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ’।

প্রতিষ্ঠানটি থেকে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ১০৫ জন অংশ নিয়ে ৪৫ জন জিপিএ-৫ পেয়েছে। পাশের হার শতভাগ।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পাস করা এক ঝাঁক মেধাবী শিক্ষক ও শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টার ফল এ সাফল্য। আমরা শিক্ষার্থীদের কেবল পরীক্ষার জন্য প্রস্তুত করি না, বরং মানুষ হিসেবে গড়ার দিকেও গুরুত্ব দিই।’

এই পরীক্ষায় প্রতিষ্ঠানটির ৫৮ জন শিক্ষার্থী ‘এ’ গ্রেড এবং ২ জন ‘এ-’ গ্রেডে উত্তীর্ণ হয়েছেন।

অন্যদিকে, উপজেলার অন্যান্য প্রতিষ্ঠানের ফলাফলে বেশ বৈচিত্র্য দেখা গেছে। বেশ কয়েকটি স্কুলে পাসের হার আশানুরূপ হয়নি।

লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ১৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১১ জন জিপিএ-৫ পেলেও ফেল করেছেন ৬৪ জন। বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ১৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১০ জন জিপিএ-৫ পেয়েছেন এবং ফেল করেছেন ৬২ জন। কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ে ৮২ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ জন জিপিএ-৫ পেলেও ফেল করেছেন ৪৬ জন।

এছাড়া লর্ডহার্ডিঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে ৫৭ জনের মধ্যে ফেল করেছেন ৫০ জন এবং ধলীগৌরনগর মাধ্যমিক বিদ্যালয়ে ১৩৩ জনের মধ্যে ফেল করেছেন ৯২ জন।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ বলেন, ‘আমরা পরীক্ষা স্বচ্ছভাবে সম্পন্ন করেছি। যারা উত্তীর্ণ হয়নি, তারা যেন আগামী বছর ভালোভাবে প্রস্তুতি নিয়ে অংশ নেয়, সে আহ্বান জানাই।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পরীক্ষা ও ফলাফল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর