Logo

সারাদেশ

বিচারহীনতার সংস্কৃতি বন্ধের আহ্বান জানিয়ে গাইবান্ধায় বিক্ষোভ

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১৯:৫৭

বিচারহীনতার সংস্কৃতি বন্ধের আহ্বান জানিয়ে গাইবান্ধায় বিক্ষোভ

ছবি : বাংলাদেশের খবর

ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে যুবদলের নেতার নৃশংস হত্যার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) দুপুরে ১ নম্বর রেলগেটে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

এ সময় পরমানন্দ দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন কলেজ শাখার আহ্বায়ক কলি রানী বর্মন, জেলা সংগঠক কামরুল হাসান বসুনিয়া, জয়নুল ইসলাম, মোখলেছুর রহমান, কল্লোল বর্মনসহ অনেকে।

বক্তারা বলেন, ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগকে যুবদল কর্তৃক নৃশংস হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত বিচার এবং চাঁদপুরে মসজিদের ইমামের ওপর হামলাকারীদের বিচারের দাবি জানানো হয়েছে। বিচারহীনতার সংস্কৃতি খুন-ধর্ষকদের উৎসাহিত করছে। সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর অবনতি এ পরিস্থিতির প্রধান কারণ। তারা আরও বলেন, সন্ত্রাস ও দখলদারিত্বের রাজনীতি বন্ধ করে আদর্শভিত্তিক, সুষ্ঠু রাজনৈতিক ধারাকে শক্তিশালী করতে হবে।

আতিকুর রহমান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি বিক্ষোভ মানববন্ধন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর