Logo

সারাদেশ

দশমিনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন ধর্ষণের শিকার নারী

Icon

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ২০:০১

দশমিনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন ধর্ষণের শিকার নারী

ছবি : বাংলাদেশের খবর

পটুয়াখালীর দশমিনা উপজেলার আরজবেগী গ্রামের এক নারী ধর্ষণ, প্রতারণা, জোরপূর্বক গর্ভপাত ও প্রাণনাশের হুমকির শিকার হয়ে ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন।

ভুক্তভোগী ওই নারী শনিবার (১২ জুলাই) বেলা ১২টায় পটুয়াখালী প্রেসক্লাবে লিখিত বক্তব্যে জানান, একই এলাকার দুলাভাই আবু বক্কর মুন্সী তাকে ২০২৩ সালের ১ অক্টোবর রাতে জোরপূর্বক ধর্ষণ করেন। এরপর বিভিন্ন সময়ে হোটেলে নিয়ে একাধিকবার ধর্ষণ ও অশ্লীল ছবি ধারণ করেন।

মাকসুদা অভিযোগ করেন, ধর্ষণের ফলে গর্ভবতী হলে বিয়ের প্রস্তাব দেয় আবু বক্কর। তবে পরে জোরপূর্বক গর্ভপাত করানো হয় এবং বিয়ের অস্বীকৃতি জানায়। মামলা করলে ওই ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

তিনি আরও বলেন, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে দায়ের করা মামলা নং-৩৭/২০২৪ এ অভিযুক্ত জেল হাজতে থাকাকালীন আত্মীয়রা তাকে বিয়ের আশ্বাস দেয়। জামিনে বের হয়ে ওই আশ্বাস ভঙ্গ করে, উল্টো মাকসুদা ও তার সন্তানদের প্রাণনাশের হুমকি দেয়। ২৬ মার্চ ও ৩ মে খুনের চেষ্টা এবং বাড়িতে চুরি হওয়ায় দশমিনা থানায় মামলা নং-১৩০/২০২৫ দায়ের করেন।

বর্তমানে মাকসুদা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রশাসনের সহযোগিতা না পাওয়ায় জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সহায়তা চেয়েছেন।

পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে প্রেসক্লাবের আহ্বায়ক মো. জাকির হোসেন, সদস্য সচিব গোলাম রহমানসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ধর্ষণ সংবাদ সম্মেলন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর