Logo

সারাদেশ

ঝিনাইদহে সাপের কামড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ২০:০৫

ঝিনাইদহে সাপের কামড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ছবি : সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপার ব্রম্মপুর গ্রামে সাপে দংশনের পর চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন ১৯ বছর বয়সী এইচএসসি পরীক্ষার্থী অপু বিশ্বাস। শনিবার ভোরে এই ঘটনা ঘটে।

অপুর বাবা সেকেন্দার জোয়ার্দ্দার জানান, রাত তিনটার দিকে ছেলে আঙ্গুলে কামড় পেয়ে তাকে গ্রামের ওঝা ফারুক হোসেনের বাড়িতে নেওয়া হয়।

ওঝার দেওয়া চিকিৎসায় কিছু সময় সুস্থ থাকলেও পরে অপুর অবস্থা খারাপ হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসকেরা প্রস্তুতি নিতে থাকলেও পরিবারের পক্ষ থেকে পুনরায় ওঝার কাছে নেওয়া হয়। অবশেষে হাসপাতালে রেফার্ড করার পথে অপুর মৃত্যু হয়।

অপুর সহপাঠিরা পরিবার কর্তৃক চিকিৎসার ভুল সিদ্ধান্তের কারণে মৃত্যুকে মেনে নিতে পারছেন না। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন জানান, সাপে দংশনের ক্ষেত্রে দ্রুত হাসপাতালে আনা জরুরি, না হলে জীবনহানি ঘটতে পারে।

ওসি মাসুম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সাপ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর