মাটিরাঙ্গায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে নারী নিহত

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ২০:০৭
-68726c201b8ee.jpg)
ছবি : বাংলাদেশের খবর
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শনিবার (১২ জুলাই) সকালে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দিবালা ত্রিপুরা (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন।
তিনি গুইমারার আড়বাড়ি এলাকার ধন চন্দ্র ত্রিপুরার স্ত্রী। মোটরসাইকেল চালক শ্যামল বিকাশ ত্রিপুরা (৩১) গুরুতর আহত হয়েছেন।
দুর্ঘটনা মাটিরাঙ্গা জোনের আওতাধীন সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের সামনে ঘটে। আহত চালককে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মাটিরাঙ্গা সেনা জোন বাস ও মোটরসাইকেল আটক করে মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করেছে। বাসের চালক পলাতক রয়েছেন।
মাটিরাঙ্গা থানার এসআই মো. রফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এআরএস