Logo

সারাদেশ

নারায়ণগঞ্জে ৬০ দিনে এক লাখ গাছ রোপণের মাইলফলক

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ২০:১০

নারায়ণগঞ্জে ৬০ দিনে এক লাখ গাছ রোপণের মাইলফলক

ছবি : বাংলাদেশের খবর

নারায়ণগঞ্জে ‘গ্রিন অ্যান্ড ক্লিন’ কর্মসূচির আওতায় ৬০ দিনে এক লাখ গাছ রোপণ সম্পন্ন করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সর্বশেষ গাছ রোপণ করে মাইলফলক স্পর্শ করেন।

এ কর্মসূচির মাধ্যমে নারায়ণগঞ্জে সবুজায়নের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

জেলা প্রশাসন জানায়, বায়ুদূষণের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ায় জেলা প্রশাসক গাছরোপণের উদ্যোগ নেন। গত ১০ মে ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচি শুরু হয়। ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বিভিন্ন মন্ত্রণালয়ের সহায়তায় ৬০ দিনে ১৮০.৩ কিলোমিটার সড়কজুড়ে দেশি-বিদেশি ৪৮ প্রজাতির গাছ রোপণ করা হয়। জেলার ৫ উপজেলা, ৩৯ ইউনিয়ন, ৫ পৌরসভা ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭ ওয়ার্ডে ১ লাখ গাছ লাগানো হয়েছে। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে বিশেষভাবে ৩ হাজার দেবদারু গাছ রোপণ করা হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, নারায়ণগঞ্জকে সবুজ ও মানবিক শহরে রূপান্তরের এই কর্মসূচি টেকসই উন্নয়নের দৃষ্টান্ত। শিল্পনগরীতে এত বড় পরিসরে গাছ রোপণ করা কঠিন ছিল, তবে অংশগ্রহণের কারণে সফলতা পেয়েছি। তিনি আরও জানান, কর্মসূচি চলমান থাকবে এবং যানজট নিরসনে সিটি কর্পোরেশন ও পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হবে।

নাগরিক সমাজের প্রতিনিধিরা রোপিত গাছের যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের দাবি জানান এবং জনগণকে সচেতন হওয়ার আহবান জানান।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর