৩১ দফা বাস্তবায়নে সোনারগাঁয়ে বিএনপির গণসংযোগ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ২০:১৩
-68726d859f375.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগের অংশ হিসেবে শনিবার (১২ জুলাই) হাজারো নেতাকর্মী নিয়ে শোডাউন ও লিফলেট বিতরণ করেছে সোনারগাঁ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
বিকেলে বিএনপির নির্বাহী সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় জামপুর ইউনিয়নের মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে একটি র্যালী বের করা হয়। পরে তালতলা বাস-স্টেশনসহ বিভিন্ন মার্কেটে দোকানদারদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।
অংশগ্রহণকারীরা ৩১ দফার তাৎপর্য বুঝিয়ে দেন এবং তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে বিএনপির পতাকাতলে থাকার আহবান জানান।
এআরএস