মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ২০:১৭
-68726e6a8d99b.jpg)
ছবি : বাংলাদেশের খবর
রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে সাধারণ ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুলাই) দুপুরে জেলা প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হওয়া মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনা এলাকায় গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা ‘২৪ এ গেছে কোটা, ২৫ এ যাবে চাঁদা’, ‘আমার ভাই মরলো কেন চাঁদাবাজ জবাব দে’, ‘আমার সোনার বাংলায় চাঁদাবাজদের ঠাই নাই’সহ বিভিন্ন স্লোগান দেন।
প্রতিবাদ সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এহসান জাকারিয়া, জাবেদ রহমান, কাজী মনজুর আহমদ, আব্দুস সালাম, শাহ মিছবাহ বক্তব্য দেন। তারা বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশে একদল চাঁদাবাজি, বালু টেন্ডারসহ বিভিন্ন অবৈধ ব্যবসায় লিপ্ত হয়েছে। দলীয় কোন্দলে গত নয় মাসে শতাধিক হত্যাকাণ্ড ঘটেছে। এই আধুনিক যুগেও পাথর দিয়ে মানুষ হত্যা হচ্ছে, যা অকল্পনীয়।’
জাবেদ রহমান বলেন, ‘২৪ এ কোটা চলে গেছে, ২৫ এ চাঁদাবাজির পালা। আমরা বলছি, যারা ভারতে আশ্রয় নিয়েছেন, তারা কোথায় যাবেন? আমরা সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ চাই যেখানে কেউ চাঁদা দিতে বাধ্য হবেন না।’
কাজী মনজুর আহমদ বলেন, ‘বাংলাদেশে দ্বিতীয়বার চাঁদাবাজ বা দখলদার প্রতিষ্ঠার জন্য গণ-অভ্যুত্থান হয়নি। এই ধরনের ঘটনা চলতে থাকলে ছাত্র-জনতা কঠোর আন্দোলনে যাবে।’
এআরএস