Logo

সারাদেশ

ফরিদপুরে ছাত্র সমাজের বিক্ষোভে সোহাগ হত্যার প্রতিবাদ

Icon

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ২০:২১

ফরিদপুরে ছাত্র সমাজের বিক্ষোভে সোহাগ হত্যার প্রতিবাদ

ছবি : বাংলাদেশের খবর

দেশজুড়ে চাঁদাবাজি, দখলদারি, সহিংসতা ও সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমাজ’।

শনিবার (১২ জুলাই) বিকেল পাঁচটায় ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে সংক্ষিপ্ত পথসভায় শেষ হয়।

পথসভায় সংগঠনের সদস্য সচিব সোহেল রানার সভাপতিত্বে বক্তব্য দেন আহ্বায়ক কাজি রিয়াজ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক জনি বিশ্বাসসহ অন্যান্য নেতারা।

বক্তারা বলেন, ‘রাজনৈতিক আশ্রয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসের সংস্কৃতি ভয়াবহ রূপ নিচ্ছে। ঢাকার মিডফোর্ড এলাকায় ব্যবসায়ী সোহাগের নির্মম হত্যাকাণ্ড তারই এক দৃষ্টান্ত। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’

তারা আরও বলেন, ‘৫ আগস্টের ছাত্র-গণআন্দোলনের মতো ভবিষ্যতেও দেশের সাধারণ ছাত্রজনতা মাঠে থাকবে এবং যেকোনো অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিক্ষোভ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর