নিহত সোহাগের স্ত্রীর অভিযোগ
প্রতি মাসে ২ লাখ টাকা চাঁদা চাওয়া হয়েছিল

বরগুনা প্রতিনিধি
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ২০:২৮
-6872710537f01.jpg)
ছবি : বাংলাদেশের খবর
চাঁদা না দেওয়ায় ঢাকার মিটফোর্ড এলাকায় পাথর মেরে হত্যা করা ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগের মরদেহ বরগুনার নিজ গ্রামে দাফন করা হয়েছে। স্বামীকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন স্ত্রী লাকি বেগম; অসহায় হয়ে পড়েছে তাদের দুই সন্তানও।
শুক্রবার (১১ জুলাই) সকালে ঢাকায় থেকে মরদেহ পৌঁছালে বরগুনার সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে সোহাগকে তার মায়ের কবরের পাশে দাফন করা হয়।
নিহতের স্বজনরা জানান, সোহাগ দীর্ঘদিন ধরে ঢাকার মিটফোর্ডে ‘মেসার্স সোহানা মেটাল’ নামে একটি দোকান চালাতেন। সেখানে প্রতি মাসে দুই লাখ টাকা চাঁদা দাবি করছিল একটি গোষ্ঠী। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার ব্যবসা প্রতিষ্ঠান তালাবদ্ধ করে দেওয়া হয়। পরে বুধবার বিকেলে বাসা থেকে ডেকে নিয়ে পাথর দিয়ে পিটিয়ে তাকে হত্যা করা হয়।
সোহাগের স্ত্রী লাকি বেগম বলেন, ‘দীর্ঘদিন ধরেই তারা আমার স্বামীর কাছে চাঁদা দাবি করছিল। চাঁদা না দেওয়ায় আমার স্বামীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।’
নিহতের সন্তানরা বলেন, ‘আমরা এতিম হয়ে গেছি। আমাদের বাবাকে যারা মেরেছে, আমরা তাদের বিচার চাই।’
এ ঘটনায় শনিবার (১২ জুলাই) বরগুনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বক্তারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান এবং নিহত সোহাগের পরিবারের দায়িত্ব রাষ্ট্রকে নেওয়ার আহ্বান জানান।
খান নাঈম/এআরএস