চাঁদা চাওয়াকে কেন্দ্র করে দৌলতপুরে সংঘর্ষ, লুটপাট ও অগ্নিসংযোগ

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ২০:৩৫
-687272a4ceaea.jpg)
ছবি : বাংলাদেশের খবর
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চক দৌলতপুর এলাকায় চাঁদা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
সংঘর্ষে কেউ হতাহত না হলেও প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা গেছে, চক দৌলতপুর এলাকার সানজিদ নামে এক যুবকের কাছে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিলেন একই এলাকার জব্বার নামে এক ব্যক্তি।
শুক্রবার সন্ধ্যায় প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মোড়ে সানজিদের কাছ থেকে জোর করে টাকা আদায়ের চেষ্টা করলে তিনি অস্বীকৃতি জানান।
এরপর জব্বারের সমর্থকরা সানজিদের বাড়িতে হামলা চালিয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান সামগ্রী লুট করে এবং ভাঙচুর চালিয়ে বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুনে একটি এক্স-নোহা মাইক্রোবাস সম্পূর্ণভাবে পুড়ে যায়।
পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বড় ধরনের ক্ষতি হয়ে যায়।
সানজিদ অভিযোগ করেন, ‘আমি কৃষি ও ব্যবসা করে জীবিকা নির্বাহ করি। জব্বার বিএনপি নেতা পরিচয়ে আমাকে আওয়ামী লীগের সমর্থক হিসেবে চিহ্নিত করে চাঁদা দাবি করছিলেন। চাঁদা না দেওয়ায় আমার ওপর হামলা এবং আমার বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।’
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঘটনার বিষয়ে অভিযুক্ত জব্বারের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।
দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা বলেন, ‘সংঘর্ষের ঘটনায় একটি বাড়িতে আগুন দেওয়া হয়েছে, একটি মাইক্রোবাস পুড়ে গেছে এবং কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
আকরামুজ্জামান আরিফ/এআরএস