ঢাকায় ব্যবসায়ী হত্যার প্রতিবাদে কুমিল্লায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ

কুমিল্লা
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ২০:৫৩
-687276eabfe1f.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ঢাকায় ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ সোহাগকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং দেশজুড়ে চাঁদাবাজি, খুন ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
শনিবার (১২ জুলাই) বিকেল ৬টায় নগরীর টাউন হল এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক ঘুরে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ‘এই হত্যাকাণ্ড শুধু একটি ব্যক্তিকে হত্যার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি বর্বরতার উদাহরণ। লাশের ওপর ন্যক্কারজনক নির্যাতন করা হয়েছে, যা আইয়ামে জাহেলিয়াতের কথাই মনে করিয়ে দেয়।’
তারা বলেন, রাজনৈতিক ছত্রচ্ছায়ায় চাঁদাবাজি ও সন্ত্রাস বাড়ছে। এসবের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে হবে।
সমাবেশে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগরের সাবেক সভাপতি মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী, বর্তমান সাংগঠনিক সম্পাদক মাওলানা কেফায়েতুল্লাহ এরশাদী, কুমিল্লা উত্তর জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা মুহাম্মাদ তৈয়্যব ও সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ নূর হুসাইন।
এছাড়া ইসলামী যুব আন্দোলনের মহানগর সভাপতি মুহাম্মাদ আকরাম হুসাইন, সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ এবং ইসলামী ছাত্র আন্দোলনের মহানগর সভাপতি মামুন বিন নুরুল ইসলাম বক্তব্য দেন।
সোহাইবুল ইসলাম সোহাগ/এআরএস