নুরুল হক নুর
ছাঁটাই ব্যাংকারদের স্বপদে ফিরিয়ে না দিলে দেশজুড়ে গণআন্দোলন

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ২১:০৬

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘পটিয়া ও আশপাশের উপজেলায় যেসব ব্যাংকারকে বিনা নোটিশে চাকরিচ্যুত করা হয়েছে, তাদের অবিলম্বে স্বপদে ফিরিয়ে নিতে হবে। অন্যথায় সারাদেশে তীব্র গণআন্দোলন গড়ে তোলা হবে।
শনিবার (১২ জুলাই) বিকেলে চট্রগ্রামের পটিয়ার আব্দুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে দলীয় এক সমাবেশে এসব কথা বলেন তিনি।
নুর বলেন, যারা দেশে গণতন্ত্র ধ্বংস করে অস্থিতিশীলতা সৃষ্টি করছে, তাদের ভবিষ্যৎও আওয়ামী লীগের মতো হবে। জনগণের রায়ে তারা বিতাড়িত হবে।
সমাবেশে সভাপতির বক্তব্যে ডা. এমদাদুল বলেন, এই দেশ জনগণের অধিকারভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে, আর সেই আন্দোলনের অগ্রভাগে থাকবে গণঅধিকার পরিষদ।
এ সময় গণঅধিকার নেতারা জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা ৩০০ আসনে ‘ট্রাক’ প্রতীক নিয়ে অংশগ্রহণ করবেন। নুরের নেতৃত্বে নতুন প্রজন্মের রাজনৈতিক শক্তি গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।
সমাবেশে আরও বক্তব্য দেন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় মুখপাত্র ফারুক হাসান, কেন্দ্রীয় নেতা আবু তাহের, জসিম উদ্দিন আকাশ, কামরুন নাহার ডলি, ইঞ্জিনিয়ার মিজান উদ্দিন আকাশ, আবু তোহা, সৈয়দ প্লাবন, ইঞ্জিনিয়ার আকতারুজ্জামান সম্রাট, ডা. বি. কে. দত্ত মো. আরাফাত (নবাব), গোলাম সোবহান, মো. আকরাম হোসেন, মেহেদী হাসান সাকি, রায়হান আহমেদ প্রমুখ।
- ইমরান হোসেন মুন্না/এটিআর