Logo

সারাদেশ

ফেনীতে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ২১:০৯

ফেনীতে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

বন্যা থেকে রক্ষায় ফেনীতে টেকসই বাঁধ নির্মাণ ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ‘ফেনী বাঁধ নির্মাণ ও সংরক্ষণ পরিষদ’।

শনিবার (১২ জুলাই) বিকেলে শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি হয়। সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে ক্ষয়ক্ষতি এবং সরকারের ‘উদাসীনতা’ নিয়ে উদ্বেগ জানিয়ে বক্তারা স্থায়ী সমাধানের দাবিতে একমত হন।

ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে এম আবদুর রহিমের সভাপতিত্বে ও ওমর ফারুক শুভর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে পাঁচ দফা দাবি উত্থাপন করেন পরিষদের উদ্যোক্তা এবং এনসিপি কেন্দ্রীয় সংগঠক আজিজুর রহমান রিজভী।

ইসলামী আন্দোলন, বিএনপি, জামায়াত, এবি পার্টি, খেলাফত মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা বক্তৃতায় বলেন, ‘প্রকল্প নয়, চাই টেকসই বাঁধ ও স্থায়ী সমাধান।’

বক্তারা টিএসসি অনুদান ও প্রধান উপদেষ্টার বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে ব্যয় না হওয়ায় সরকারের জবাবদিহিতা দাবি করেন।

সমাবেশে বক্তব্য দেন ইঞ্জিনিয়ার শাহ আলম বাদল, মাওলানা আনম আবদুর রহিম, জামাল উদ্দিন গাজী, ইঞ্জিনিয়ার এনামুল হক আজিম, আবদুল গফুর, আবুল কালাম শামীম, সায়েম শিপলু, আজিজ উল্লাহ আহমদী, সালাহউদ্দিন শাওন, সুমন পাটোয়ারী, বাপ্পি, রবিন, তুহিন, মারুফসহ আরও অনেকে।

মানববন্ধনে শিক্ষার্থী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও সর্বস্তরের ফেনীবাসী অংশ নেন।

এম. এমরান পাটোয়ারী/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ছাত্রলীগ মানববন্ধন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর