মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ

বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ২১:২৭
-68727edc7cd25.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ঢাকার মিটফোর্ড এলাকায় ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যার প্রতিবাদ এবং সারাদেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও খুনের বিরুদ্ধে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাধারণ ছাত্র জনতা।
শনিবার (১২ জুলাই) বিকেল ৫টায় শহরের ট্রাফিক বক্স এলাকা থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে সাতমাথায় এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। কর্মসূচিতে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।
সমাবেশে সভাপতিত্ব করেন সরকারি আজিজুল হক কলেজ শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সেলিম রেজা সোবহান। বক্তব্য দেন সংগঠনটির বগুড়া জেলা সদস্য সচিব সাকিব খান, গণতান্ত্রিক ছাত্র সংসদের আজমির হাসান, মনীষা, সৈকত আলী, রাব্বির হাসান মণ্ডল, জাকারিয়া ইসলাম, এনসিপি সদস্য শওকত ইমরান এবং জুবায়ের হোসেন প্রমুখ।
বক্তারা ঢাকায় ব্যবসায়ীকে হত্যার ঘটনার তীব্র নিন্দা জানান এবং দ্রুত বিচার দাবি করেন। তারা বলেন, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ছাত্রসমাজ কঠোর প্রতিক্রিয়া দেখাবে।
সমাবেশ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের দিকেও হুঁশিয়ারি উচ্চারণ করা হয় এবং সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
এআরএস