খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মনজিলা ঝুমার পদত্যাগ দাবি

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ২১:৩১
-68727fc33a832.jpg)
ছবি : বাংলাদেশের খবর
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নারী সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেত্রী মনজিলা ঝুমার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তার পদত্যাগ দাবি করেছেন এক নেতা।
শনিবার (১২ জুলাই) সন্ধ্যা ৬টায় খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপি’র যুগ্ম সমন্বয়ক মো. রাসেল এই অভিযোগ করেন।
তিনি বলেন, জেলা পরিষদ থেকে দলের নামে চাল বরাদ্দ, ঠিকাদারি কাজ গ্রহণ, গুইমারা বাজারের নিলাম থেকে লাভের অংশ না দেওয়া—এইসব বিষয়ে মনজিলা ঝুমার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। বিষয়টি তিনি দলের কেন্দ্রীয় পর্যায়েও জানিয়েছেন বলে জানান রাসেল।
তিনি আরও বলেন, ‘এই ধরনের নেত্রীর কাছ থেকে জনগণ কিছু আশা করতে পারে না।’
এ বিষয়ে নারী সদস্য মনজিলা ঝুমা বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ ‘ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’।
ছোটন বিশ্বাস/এআরএস