Logo

সারাদেশ

খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মনজিলা ঝুমার পদত্যাগ দাবি

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ২১:৩১

খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মনজিলা ঝুমার পদত্যাগ দাবি

ছবি : বাংলাদেশের খবর

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নারী সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেত্রী মনজিলা ঝুমার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তার পদত্যাগ দাবি করেছেন এক নেতা।

শনিবার (১২ জুলাই) সন্ধ্যা ৬টায় খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপি’র যুগ্ম সমন্বয়ক মো. রাসেল এই অভিযোগ করেন।

তিনি বলেন, জেলা পরিষদ থেকে দলের নামে চাল বরাদ্দ, ঠিকাদারি কাজ গ্রহণ, গুইমারা বাজারের নিলাম থেকে লাভের অংশ না দেওয়া—এইসব বিষয়ে মনজিলা ঝুমার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। বিষয়টি তিনি দলের কেন্দ্রীয় পর্যায়েও জানিয়েছেন বলে জানান রাসেল।

তিনি আরও বলেন, ‘এই ধরনের নেত্রীর কাছ থেকে জনগণ কিছু আশা করতে পারে না।’

এ বিষয়ে নারী সদস্য মনজিলা ঝুমা বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ ‘ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’।

ছোটন বিশ্বাস/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংবাদ সম্মেলন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর