Logo

সারাদেশ

ব্যবসায়ী হত্যার প্রতিবাদে ধামরাইয়ে এনসিপির মশাল মিছিল

Icon

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ২১:৩৬

ব্যবসায়ী হত্যার প্রতিবাদে ধামরাইয়ে এনসিপির মশাল মিছিল

ছবি : বাংলাদেশের খবর

পুরান ঢাকায় ব্যবসায়ী সোহাগকে পাথর নিক্ষেপ করে হত্যার প্রতিবাদে ঢাকার ধামরাইয়ে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় উপজেলার ঢুলিভিটা বাসস্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এনসিপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদুল ইসলাম মুকুল। তিনি বলেন, ‘পুরান ঢাকায় সোহাগকে যেভাবে হত্যা করা হয়েছে, তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়।’

তিনি অভিযোগ করেন, ‘ঘটনাটি পুলিশ ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করছে। চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে আরও সহিংসতা বাড়বে।’

তিনি আরও বলেন, ‘চাঁদাবাজি, জুলুম ও নারী নির্যাতনমুক্ত একটি দেশ গড়তে এনসিপি কাজ করে যাচ্ছে।’

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন এনসিপির ধামরাই উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী ইসরাফিল ইসলাম খোকন, যুগ্ম সমন্বয়কারী উজ্জ্বল ইসলাম, খোদেজা খানম, আশিক রহমান, কাওছার, লিমানসহ নেতাকর্মীরা।

মনোয়ার হোসেন রুবেল/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি বিক্ষোভ হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর