Logo

সারাদেশ

৭৩ দিন পর বিএসএফের গুলিতে নিহত ওবায়দুলের মরদেহ দেশে ফিরল

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ২১:৩৯

৭৩ দিন পর বিএসএফের গুলিতে নিহত ওবায়দুলের মরদেহ দেশে ফিরল

ছবি : বাংলাদেশের খবর

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ওবায়দুল হোসেনের (৪০) মরদেহ ৭৩ দিন পর ভারতের কাছ থেকে ফেরত পেয়েছে তার পরিবার।

শনিবার (১২ জুলাই) বিকেলে মহেশপুর সীমান্তের ৪৭/৪-এস নম্বর পিলারের কাছে শূন্যরেখায় ভারতীয় পুলিশ ও বিএসএফ সদস্যরা মরদেহটি বিজিবির কাছে হস্তান্তর করে। এরপর মহেশপুর থানা পুলিশের মাধ্যমে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

মরদেহ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, বিজিবি-বিএসএফের চিঠিপত্র চালাচালি ও টানা যোগাযোগের পর ভারতীয় কর্তৃপক্ষ মরদেহ ফেরত দিতে সম্মত হয়।

ওবায়দুল হোসেন উপজেলার গোপালপুর গ্রামের হানেফ আলীর ছেলে। গত ২৬ এপ্রিল রাতে তিনি নিখোঁজ হন। ২৭ এপ্রিল বিএসএফ জানায়, সীমান্তবর্তী মধুপুর এলাকায় অজ্ঞাত মরদেহ পাওয়া গেছে। পরে তার বাবা মরদেহ শনাক্ত করে বিজিবির কাছে ফেরতের আবেদন করেন।

মহেশপুর থানার ওসি (তদন্ত) সাজ্জাদুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে দাফনের ব্যবস্থা করা হয়েছে।

এম বুরহান উদ্দীন/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএসএফ বিজিবি হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর