আল মাহমুদের জন্মজয়ন্তীতে ব্রাহ্মণবাড়িয়ায় কমপ্লেক্স স্থাপনের দাবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ২১:৪২
-6872826e9132f.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বাংলা সাহিত্যের বরেণ্য কবি আল মাহমুদের ৯০তম জন্মজয়ন্তী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার (১২ জুলাই) বিকেলে নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ আয়োজন হয়।
অনুষ্ঠানে বক্তারা ব্রাহ্মণবাড়িয়ায় ‘আল মাহমুদ কমপ্লেক্স’ স্থাপনের দাবি জানান। তারা বলেন, ‘আল মাহমুদের সাহিত্য, সাংবাদিকতা ও সাংস্কৃতিক অবদান শুধুই স্থানীয় নয়, তা সমগ্র বাংলার ঐতিহ্য।’
ভবিষ্যৎ প্রজন্মকে তাঁর জীবন ও কর্ম সম্পর্কে জানাতে এ কমপ্লেক্স জরুরি বলেও তারা মত দেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদের সভাপতি মো. ইব্রাহিম খান সাদাত। প্রধান অতিথি ছিলেন বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক ও জাসাসের সাবেক সভাপতি রেজাবুদ্দৌল্লা চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাসাসের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মো. লিয়াকত আলী, প্রেসক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন, সাবেক অতিরিক্ত সচিব শাহ মোহাম্মদ সানাউল হক, প্রেসক্লাব সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম প্রমুখ।
সভা সঞ্চালনা করেন কবি ও সংস্কৃতিকর্মী সোহেল রানা এবং স্বাগত বক্তব্য দেন স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক লিটন হোসাইন জিহাদ।
আলোচনা শেষে স্টুডিও মিউজিক প্লাস-এর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুতুলনাচ অনুষ্ঠিত হয়। নিয়াজ মুহম্মদ স্কুলের শিক্ষার্থীরা ও সাহিত্য একাডেমির সদস্যরা আবৃত্তি করেন কবির কবিতা।
অনুষ্ঠানে বিভিন্ন বয়সের সাহিত্যপ্রেমী, সংস্কৃতিকর্মী, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
লিটন হোসাইন জিহাদ/এআরএস