Logo

সারাদেশ

বগুড়ার ছাত্রদল নেতার বিরুদ্ধে ঢাকায় এনসিপি নেতার জিডি

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১৩:০৮

বগুড়ার ছাত্রদল নেতার বিরুদ্ধে ঢাকায় এনসিপি নেতার জিডি

বগুড়ার ছাত্রদল নেতার বিরুদ্ধে ঢাকায় এনসিপি নেতার জিডি। ছবি : সংগৃহীত

বগুড়ার ছাত্রদল নেতার বিরুদ্ধে অকথ্য ভাষায় গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (এনসিপি) শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল সানী।

শনিবার (১২ জুলাই) ঢাকার ওয়ারী থানায় বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক (দাপ্তরিক দায়িত্বপ্রাপ্ত) জাকিরুল ইসলামের বিরুদ্ধে এ জিডি করা হয়।

সাধারণ ডায়েরিতে এনসিপি নেতা আব্দুল্লাহ আল সানী উল্লেখ করেন, ছাত্রদল নেতা জাকিরুল ইসলাম ১২ জুলাই রাত আনুমানিক ১২টা ৪২ মিনিটে ‘জুলাই মঞ্চ, বগুড়া জেলা’ নামক একটি ফেসবুক মেসেঞ্জার গ্রুপে তাকে উদ্দেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করেন।

এরপর রাত ৩টার দিকে আব্দুল্লাহ আল সানীর নাম ও পরিচয় ব্যবহার করে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা হয়। সেখান থেকে উসকানিমূলক বার্তা ফেসবুকে পোস্ট করা হয়।

জিডিতে আরও উল্লেখ করা হয়েছে, গত দুই সপ্তাহ ধরে অভিযুক্ত জাকিরুল ইসলাম ও তার সহযোগীরা ফেসবুকে আব্দুল্লাহ আল সানীর নামে অপপ্রচার চালিয়ে আসছেন।

অভিযুক্ত ছাত্রদল নেতা জাকিরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে আনা এসব অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি সবকিছু উল্লেখ করেছি।

তিনি আরও বলেন, গত ৫ আগস্ট বগুড়ায় যে মব সন্ত্রাস তৈরি হয়েছিল, তা ডা. সানীর ইন্ধনে হয়েছে। তিনি বিভিন্ন জায়গায় চাঁদা দাবি করে আসছিলেন এবং চাঁদা না দিলে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দিচ্ছিলেন।

ছাত্রদল নেতা বলেন, ‘আমি একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী হিসেবে এর প্রতিবাদ জানিয়েছি। এ কারণেই তিনি আমার উপর হিংসা-প্রণোদিত হয়ে এ ধরনের অভিযোগ করেছেন। বিষয়টি আমি জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে জানিয়েছি।

জুয়েল হাসান/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ছাত্রদল জাতীয় নাগরিক পার্টি জিডি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর