
ফরিদপুরের ভাঙ্গায় আখ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার। ছবি : বাংলাদেশের খবর
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মো. রনি (৩০) নামে এক আখ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের কোষাভাঙ্গা গ্রামে তার শ্বশুরবাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রনি দিনাজপুর জেলার মৃত আ. খালেক মিয়ার ছেলে। তিনি ভাঙ্গা উপজেলার কোষাভাঙ্গা গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রনি মাদকাসক্ত ছিলেন। এ নিয়ে প্রায়ই তার স্ত্রীর সঙ্গে ঝগড়া হতো। ঘটনার আগের রাতেও তিনি বাড়িতে ফিরে স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে তার গর্ভবতী স্ত্রী স্বামীর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন। পরে তারা পুলিশে খবর দিলে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) হাবিব বলেন, নাসিরাবাদ ইউনিয়নের কোষাভাঙ্গা গ্রাম থেকে রনি নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমবি