পটিয়ায় ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে আ.লীগ নেতা গ্রেপ্তার

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১৫:২৯

চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও কচুয়াই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইনজামুল হক জসিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় নগরীর ২ নম্বর গেইট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বছর জুলাই মাসে পটিয়ায় আন্দোলনরত ছাত্রদের ওপর হামলার ঘটনায় ইনজামুল জসিম নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ ওঠে। শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীতে তাকে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় ছাত্ররা। পরে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
তবে চাঁদগাঁও থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটককালে ইনজামুল হকের কাছ থেকে কোনো অস্ত্র উদ্ধার হয়নি।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, চট্টগ্রাম নগরীতে ছাত্রদের সহযোগিতায় আটক হওয়া ইনজামুলকে চাঁদগাঁও থানা পুলিশ প্রথমে হেফাজতে নেয়। পরে পটিয়া থানা পুলিশের একটি দল গিয়ে তাকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে ৫ আগস্টের পরবর্তী সময়ে রাজনৈতিক অন্তত একাধিক মামলা রয়েছে। আইনগত প্রতিক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
এদিকে, ছাত্র আন্দোলনের নেতা তওসিফ ইমরোজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইনজামুলের গ্রেপ্তারের ভিডিও ও ছবি পোস্ট করে লিখেছেন, ‘যেসব আওয়ামী লীগের দোসররা মনে করে জুলাই হারিয়ে গেছে। তারা মুক্ত বাতাসে ঘুরতে পারবে। তারা ঘুমের ঘোরে আছে। আমরা আওয়ামী লীগের প্রশ্নে কোনো ছাড় দেবো না।‘
ইমরান হোসেন মুন্না/এমবি