Logo

সারাদেশ

পঞ্চগড়ে তামাক ও পরিবেশে অবদানের জন্য পুরস্কারপ্রাপ্তদের সংবর্ধনা

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১৫:৩২

পঞ্চগড়ে তামাক ও পরিবেশে অবদানের জন্য পুরস্কারপ্রাপ্তদের সংবর্ধনা

ছবি : বাংলাদেশের খবর

জাতীয় পুরস্কারপ্রাপ্ত দুই ব্যক্তিকে সংবর্ধনা দিয়েছে পঞ্চগড় জেলা প্রশাসন। রোববার (১৩ জুলাই) দুপুরে জেলা প্রশাসনের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

পুরস্কারপ্রাপ্তরা হলেন—পঞ্চগড় জেলা প্রশাসনে কর্মরত সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম তারেক এবং তেঁতুলিয়ার পরিবেশকর্মী মাহমুদুল ইসলাম মামুন।

তামাক নিয়ন্ত্রণে অবদানের স্বীকৃতিস্বরূপ তারেক ‘শ্রেষ্ঠ মোবাইল কোর্ট পরিচালনাকারী কর্মকর্তা’ হিসেবে জাতীয় পুরস্কার পান। ৩১ মে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে উপদেষ্টা নূরজাহান বেগমের হাত থেকে তিনি এই সম্মাননা গ্রহণ করেন।

অন্যদিকে, পরিবেশ সংরক্ষণে নিরলস কাজের জন্য মাহমুদুল ইসলাম মামুন ‘পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে অবদান’ ক্যাটাগরিতে পুরস্কৃত হন। ২৫ জুন ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের কাছ থেকে তিনি পুরস্কার গ্রহণ করেন।

জেলা প্রশাসক মো. সাবেত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস, জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জামায়াত আমির ইকবাল হোসেন এবং পৌর বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম।

অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরিবেশকর্মী মামুনকে বাইসাইকেলও উপহার দেওয়া হয়।

এসকে দোয়েল/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পুরস্কার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর