আশুলিয়ায় অপহরণের পর কিশোরকে হত্যা, যুবক গ্রেপ্তার

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১৫:৪২
-68737f86b0484.jpg)
ছবি : বাংলাদেশের খবর
সাভারের আশুলিয়ায় অপহরণের পর ছুরিকাঘাতে জীবন শেখ (১২) নামে এক কিশোরকে হত্যার অভিযোগে রাব্বানী (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৩ জুলাই) দুপুরে আশুলিয়া থানায় সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির এ তথ্য জানান।
পুলিশ জানায়, গত ১০ জুলাই জীবন শেখকে অপহরণ করে রাব্বানী। পরে জীবনের বাবার ফোনে মুক্তিপণের দাবি জানায়। পরিবার থানায় অভিযোগ করলে অভিযান চালিয়ে রোববার ভোরে আশুলিয়ার কাঠগড়া এলাকার একটি জঙ্গল থেকে জীবনের মরদেহ উদ্ধার করে পুলিশ। একইসঙ্গে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত রাব্বানীকে।
গ্রেপ্তার রাব্বানী নওগাঁ জেলার মান্দা থানার ছুতিপুর গ্রামের মিলন মোল্লার ছেলে। নিহত জীবন শেখ গোপালগঞ্জ সদর উপজেলার বাওরগাতি এলাকার মজিবুর শেখের ছেলে। সে পরিবারসহ আশুলিয়ার কাঠগড়ায় বসবাস করতো।
অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাব্বানী স্বীকার করেছে—মাদক সেবন নিয়ে কথা-কাটাকাটির জেরে জীবনকে গলা কেটে হত্যা করে মরদেহ জঙ্গলে ফেলে দেয়।
গ্রেপ্তার রাব্বানীকে আদালতে পাঠানো হয়েছে। মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
হাসান ভূঁইয়া/এআরএস