Logo

সারাদেশ

ফেনীতে বন্যার্তদের পাশে আনসার ভিডিপি, ৫ শতাধিক পরিবার পেল খাবার

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১৫:৪৬

ফেনীতে বন্যার্তদের পাশে আনসার ভিডিপি, ৫ শতাধিক পরিবার পেল খাবার

ছবি : বাংলাদেশের খবর

ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলার বন্যাদুর্গত এলাকাগুলো পরিদর্শন শেষে আশ্রয়কেন্দ্রে থাকা মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)।

রোববার (১৩ জুলাই) দুপুরে কুমিল্লা রেঞ্জের পরিচালক মো. মাহবুবুর রহমান এ কর্মসূচিতে উপস্থিত থেকে খাবার বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ফেনী জেলা আনসার ভিডিপির কমান্ড্যান্ট মো. হেলাল উদ্দীন, পরশুরাম উপজেলা আনসার কর্মকর্তা জাহেরা খাতুন, ফুলগাজী উপজেলা কর্মকর্তা আমির হোসেনসহ আনসার ভিডিপির স্থানীয় কর্মকর্তারা।

জেলা কমান্ড্যান্ট হেলাল উদ্দীন জানান, বন্যার শুরু থেকেই ভিডিপি সদস্যরা দুর্গত মানুষদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়কেন্দ্রে পৌঁছে দিয়েছেন। প্রথম ধাপে চার শতাধিক পরিবারকে শুকনো খাবার দেওয়া হয়। রান্নার উপযোগী পরিবেশ না থাকায় রোববার দ্বিতীয় দাপে পাঁচ শতাধিক পরিবারকে রান্না করা খাবার বিতরণ করা হয়।

কুমিল্লা রেঞ্জের পরিচালক মাহবুবুর রহমান বলেন, ভিডিপির মহাপরিচালকের নির্দেশনায় আমরা সার্বক্ষণিকভাবে দুর্গত এলাকায় কাজ করছি। ভবিষ্যতেও নতুন নির্দেশনা এলে পুনরায় সহায়তা পৌঁছে দেওয়া হবে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বন্যা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর