Logo

সারাদেশ

চাঁদাবাজির অপপ্রচারের প্রতিবাদে নরসিংদীতে সংবাদ সম্মেলন

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১৫:৫০

চাঁদাবাজির অপপ্রচারের প্রতিবাদে নরসিংদীতে সংবাদ সম্মেলন

ছবি : বাংলাদেশের খবর

নরসিংদীর বড় বাজারে চাঁদাবাজির ‘মিথ্যা অপপ্রচার’ ও বাজার কমিটির ‘অবৈধ দখল’ নিয়ে সংবাদ সম্মেলন করেছেন বাজারের ইজারাদার ইব্রাহিম সরকার।

শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় শহরের পশ্চিম কান্দাপাড়ায় ইজারাদারের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্য পাঠ করেন ইব্রাহিম সরকারের ভাই ও বিএনপি নেতা ওবায়দুল করিম সিজার সরকার।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বাজার বণিক সমিতির মেয়াদোত্তীর্ণ কমিটি দীর্ঘদিন নির্বাচন ছাড়াই চলছে। এতে বাজার কমিটির বর্তমান সভাপতি বাবুল সরকারকে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যায়িত করে বলা হয়—তিনি প্রথমে জাতীয় পার্টি, পরে বিএনপি এবং বর্তমানে আওয়ামী লীগ ঘেঁষা পরিচয়ে ক্ষমতা আঁকড়ে ধরে আছেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি, বিচার-সালিশে অর্থ আদায়সহ নানা অভিযোগ রয়েছে।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, বাজার কমিটির নির্বাচন বিলম্বিত করে তিনি বিএনপির একনিষ্ঠ কর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে নিজের স্বার্থ হাসিলের চেষ্টা করছেন। বাজারে ব্যবসায়ীদের হয়রানি ও চাঁদাবাজি হলে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

সংবাদ সম্মেলনে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাজার ইজারাদার ইব্রাহিম সরকার বাদশা, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাদশা সরকার, শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব লাজওয়াল হোসেন আদর, ব্যবসায়ী আনোয়ার হোসেন লিটন, সাদ্দাম সরকার, হিমি সরকার, ফল ব্যবসায়ী সমিতির সভাপতি মাতবর মিয়া, আয়ুব খান ভূঁইয়া, সবুজ মিয়াসহ অনেকে।

সুমন রায়/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংবাদ সম্মেলন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর