Logo

সারাদেশ

ঢাকায় ব্যবসায়ী হত্যার প্রতিবাদে কলাপাড়ায় মশাল মিছিল

Icon

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১৫:৫৪

ঢাকায় ব্যবসায়ী হত্যার প্রতিবাদে কলাপাড়ায় মশাল মিছিল

ছবি : বাংলাদেশের খবর

ঢাকার মিটফোর্ড হাসপাতালে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে পিটিয়ে হত্যার প্রতিবাদে কলাপাড়ায় মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র-জনতা।

শনিবার (১২ জুলাই) রাতে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে মশাল মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কলাপাড়া প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় শিক্ষার্থী, যুবক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তব্য দেন ‘আমরা কলাপাড়াবাসী’র সভাপতি নাজমুস সাকিব, সাবেক সভাপতি নজরুল ইসলাম ও সাংস্কৃতিক কর্মী তানজিল জামান জয়।

বক্তারা বলেন, প্রকাশ্যে একজন সাধারণ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতির চিত্র তুলে ধরে। প্রশাসনের নিষ্ক্রিয়তা এবং অপরাধীদের রাজনৈতিকভাবে রক্ষার প্রবণতা উদ্বেগজনক। চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধে সরকার ব্যর্থ হয়েছে। দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তারা।

উল্লেখ্য, শুক্রবার রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) নামের এক ভাঙারি ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যা করা হয়। হত্যার আগে তাকে পিটিয়ে, ইট-পাথর দিয়ে আঘাত করে মাথা ও শরীর থেঁতলে দেওয়া হয়। একপর্যায়ে তাকে বিবস্ত্র করা হয় এবং হত্যাকারীরা তার শরীরের ওপর লাফিয়ে উল্লাস করে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিক্ষোভ হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর