Logo

সারাদেশ

শিবচরে নিখোঁজের ১১ দিন পর নদীতে মিলল যুবকের মরদেহ

Icon

শিবচর (মাদারীপুর)

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১৬:০০

শিবচরে নিখোঁজের ১১ দিন পর নদীতে মিলল যুবকের মরদেহ

এনায়েত শেখ। ছবি : বাংলাদেশের খবর

মাদারীপুরের শিবচরে নিখোঁজের ১১ দিন পর এনায়েত শেখ (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ জুলাই) দিনগত রাত সাড়ে ১২টার দিকে শিবচর পৌরসভার ঠেঙ্গামারা এলাকার ময়নাকাটা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত এনায়েত শেখ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নলগোড়া এলাকার ফকু শেখের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, গত ২ জুলাই রাত ১০টার দিকে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হন এনায়েত। সেদিন রাতে আর না ফেরায় আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ নেওয়া হয়। পরে ৫ জুলাই বড় ভাই ইলিয়াস শেখ শিবচর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

শনিবার রাতে স্থানীয়রা ময়নাকাটা নদীর তীরে দুর্গন্ধ পেয়ে নৌকা নিয়ে নদীতে খোঁজ শুরু করেন। একপর্যায়ে মরদেহ ভেসে থাকতে দেখা যায়। খবর পেয়ে নিহতের পরিবার মরদেহটি শনাক্ত করে পুলিশকে জানায়। পরে শিবচর থানার ওসি আজহার আলীর নেতৃত্বে পুলিশ মরদেহ উদ্ধার করে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহার আলী বলেন, ‘নিহতের শরীরের বিভিন্ন অংশ দেখে তার পরিবার মরদেহ শনাক্ত করেছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মরদেহ উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর