বরগুনায় মাছ ব্যবসায়ীকে অপহরণ, ৩ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ

বরগুনা প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১৬:০৭
-687385597e32f.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বরগুনার বেতাগীতে মাছ ব্যবসায়ী শহীদুল ইসলামকে অপহরণ করে নির্যাতন ও তিন লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে।
ঘটনায় মামলা হলেও অভিযুক্তদের কেউ গ্রেপ্তার হয়নি। ফলে আতঙ্কে দিন কাটাচ্ছে ভুক্তভোগীর পরিবার।
শহীদুল ইসলাম (৫৫) বেতাগীর মোকামিয়া ইউনিয়নের কাইয়ালঘাটা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় মাছ ব্যবসায়ী।
মামলা সূত্রে জানা যায়, পরিচয়ের সূত্র ধরে হোসনাবাদ ইউনিয়নের কাটাখালী গ্রামের আসাদুজ্জামান জীবন একাধিকবার শহীদুলের কাছ থেকে মাছ কেনেন।
গত ১২ মে কৌশলে শহীদুলকে ডেকে নিয়ে হাত-পা বেঁধে নির্যাতন চালানো হয়। গায়ে সিগারেট চেপে ধরে চাঁদা দাবি করে জীবন ও তার সহযোগীরা।
পরে শহীদুলের ফোন থেকে স্ত্রী নিপু বেগমকে পাঁচ লাখ টাকা না দিলে হত্যার হুমকি দেওয়া হয়। নিপু তিন লাখ টাকা সংগ্রহ করে চিহ্নিত স্থানে পৌঁছে দিলে অপহরণকারীরা টাকা নিয়ে পালিয়ে যায়। ওই রাতেই চোখ বাঁধা অবস্থায় শহীদুলকে ছেড়ে যায় দুর্বৃত্তরা।
২০ মে শহীদুলের বোন রোকেয়া বেগম বেতাগী থানায় একটি অপহরণ ও চাঁদাবাজির মামলা করেন (মামলা নম্বর : ১১/২৫)। এতে আসাদুজ্জামান জীবন ও আলমগীর হাওলাদারকে আসামি করা হয়। তবে এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
ভুক্তভোগী শহীদুল বলেন, ‘একজন নিরপরাধ ব্যবসায়ীকে যেভাবে অপহরণ ও নির্যাতন করা হয়েছে, তা মানবতাবিরোধী। আমি জীবনের নিরাপত্তা ও ঘটনার সঠিক বিচার চাই।’
তদন্ত কর্মকর্তা এসআই মিজানুর রহমান জানান, ‘অভিযুক্তরা পলাতক। বিকাশ ও নগদের লেনদেন সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে। রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
খান নাঈম/এআরএস