Logo

সারাদেশ

নরসিংদীতে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১৬:১০

নরসিংদীতে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

নরসিংদীর বেলাবতে মালবাহী ট্রাকের চাপায় আলকাছ মিয়া (৫৫) নামে এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন।

রোববার (১৩ জুলাই) সকালে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলকাছ মিয়া নোয়াকান্দি গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, নোয়াকান্দি-জঙ্গুয়া বাজারের মুদি ব্যবসায়ী আলকাছ মিয়া দোকানের মালামাল কেনার জন্য ব্যাটারিচালিত একটি ভ্যানে করে বারৈচা বাজার থেকে ফিরছিলেন। পথে দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে আসা ভৈরবমুখী একটি মালবাহী ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আলকাছ মিয়া মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. রোকনুজ্জামান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করি এবং ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর